রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২২ অপরাহ্ন
জাহিদ বিন মোস্তফা: ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতুর আদলে মঞ্চে তৈরি করা হয়। মঞ্চে আসন গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীরা।
আজ শনিবার বিকাল ৩টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ এমপি। ছিলেন সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
অনুষ্ঠানে অতিথিরা মেগাপ্রজেক্ট সম্পর্কে বক্তব্য রাখেন। তারা বলেন, ‘উন্নয়নের মহাসড়কে দেশ’ শ্লোগান নিয়ে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রপরিচালনা করছে। অনেক উন্নয়নের পাশাপাশি চলমান মেগাপ্রজেক্ট পদ্মা সেতু। এটি নির্মাণ শুরুর সময় অর্থনৈতিকভাবে বাধার মুখে পড়েও থেমে থাকেনি কাজ।
নেতাকর্মীদের কাছে তুলে ধরতে পদ্মা সেতুর আদলে তৈরি করা হয় সম্মেলন মঞ্চ। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে কলেজের সাবেক প্রশাসনিক ভবন (লাল বিল্ডিং) সম্মুখস্ত স্থানে নির্মিত হয় মঞ্চটি। ৮টি পিলারের উপর ২শ ২৫ ফুট বিশিষ্ট লম্বা মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চে ২৬টি লাইট পোষ্ট লাগানো হয়। সেতুর মতো মঞ্চের নিচে একটি ট্রেনের প্রতিকৃতিও রয়েছে। উম্মুক্ত মাঠ বেলুন দিয়ে সাজানো হয়।
[…] আওয়ামী লীগের শাসনামলের গত ১০ বছরে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে*। এই লুন্ঠিত টাকা জনগণের। আর এই লুন্ঠিত টাকা ফিরিয়ে এনে এই কঠিন দূর্যোগের সময় জনগণের মাঝে ফিরিয়ে দিলে দেশের প্রতিটা নাগরিক পাবেন মাথাপিছু ৫৬,২৫০ টাকা করে। […]